ছাত্রীদের মুখে অশ্লীল কুরুচিকর শব্দে তৈরি গান, বিতর্কে মালদার বার্লো গার্লস বিদ্যালয়

মালদা,৭ মার্চঃ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পর এবার বিতর্কের মুখে মালদার ঐতিহ্যবাহী বার্লো গার্লস বিদ্যালয়।রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করে তাতে অশ্লীল ও কুরুচিকর শব্দ উচ্চারণ করে গান গাওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের চার ছাত্রীর বিরুদ্ধে।স্কুলের মধ্যেই বিদ্যালয়ের পোশাক পড়ে এই চার ছাত্রীর এহেন কুরুচিকর গানের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দায় মুখর হয়েছে জেলার সব মহল।


ইতিমধ্যে বিষয়টি জানতে পেরে শনিবার স্কুলের শিক্ষিকাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।পাশাপাশি ওই চারছাত্রীর ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।ওই চার ছাত্রীর অভিভাবকদের শনিবার বৈঠকে হাজির থাকার কথা জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে।এই ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে জেলার বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শিক্ষা মহল।

স্কুল সূত্রে জানা গিয়েছে,  ওই চার ছাত্রীর মধ্যে তিনজন একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে পাঠরত।অপরজন একাদশ শ্রেণীর বাণিজ্যিক বিভাগে পাঠরত।মালদা শহরে ওই ছাত্রীদের বাড়ি।রীতিমত স্কুল পোশাকে বিদ্যালয় চত্বরে হাতে মোবাইল নিয়ে তারস্বরে অশ্লীল ভাষা প্রয়োগ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করে গেয়েছে ওই চার ছাত্রী।যে গানের শব্দের প্রতিটি অক্ষরে অত্যন্ত অশ্লীল এবং কুরুচিকর বাক্য প্রয়োগ করা হয়েছে। যা শুনে রীতিমতো হতবাক মালদার শিক্ষক মহল।


বার্লো গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার বলেন,আমি এর তীব্র নিন্দা করছি।এরকম আচরণ কোনোভাবেই বরদাস্ত করব না।চার জন ছাত্রীকে ভাইরাল হওয়া ছবি দেখে চিহ্নিত করা হয়েছে।একজনের অভিভাবককে পাওয়া যায় নি।বাকি তিনজনের অভিভাবকদেরকে পুরো বিষয়টি জানানো হয়েছে শনিবার পুরো ঘটনাটি নিয়ে স্কুলে বৈঠক ডাকা হয়েছে।সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *