কোচবিহারে ছাত্র-যুব উৎসবের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

কোচবিহার, ১৮ জানুয়ারিঃ কোচবিহারে শুরু হল  ছাত্র-যুব উৎসব। কোচবিহার ১নম্বর ব্লকের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর ও ক্রিয়া বিভাগের পক্ষ থেকে আয়োজিত হল এই ছাত্র-যুব উৎসব।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য সুস্মিতা দেবশর্মা, ১নম্বর ব্লকের পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির খোকন মিয়াঁ, যুব কল্যাণ দপ্তরের ও ক্রীড়া সংস্থার আধিকারিকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom giriş