রাজগঞ্জ,১৮ আগস্টঃ ১৮৯ জন ছাত্রছাত্রীর হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।বুধবার রাজগঞ্জ ব্লকের মান্তাদারী হাইস্কুলের ১৮৯ জন পড়ুয়াদের হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দেন বিধায়ক।
খগেশ্বর রায় বলেন, আজ মান্তাদারী হাইস্কুলের ছাত্রছাত্রীদের সবুজ সাথীর সাইকেল দেওয়া হল। আগামীতে আরো ছাত্রছাত্রীদের এই সবুজ সাথীর সাইকেল দেওয়া হবে।