শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ ছট ঘাটের স্থায়ী সমাধানে বুধবার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
হাতে আর মাত্র কয়েকটা দিন।এরপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব।শারদীয়া উৎসবের পরই ছট পুজো।নদী কেন্দ্রীক এই পুজোয় ইতিমধ্যেই বাঁধ সেধেছে গ্রীন ট্রাইব্যুনাল আইন।শিলিগুড়িতে প্রচুর সংখ্যক মানুষ ছট পুজো করে থাকেন।এদিকে মহানন্দা নদীর সৌন্দার্যায়নের পর নদীতে পুজা করাকে কেন্দ্র করে অসুবিধের সম্মুখীন হতে হয়েছে পুজোর উদ্যোক্তাদের।বিগত বছরে সৌন্দর্যায়ন ভেঙ্গে ঘাটে নামার রাস্তা তৈরি করতে হয়েছিল পুরনিগমকে।
তবে এবারে যাতে ছট ভক্তদের পুজা দিতে কোনো অসুবিধে না হয় তার জন্য আগেভাগেই উদ্যোগ গ্রহন করতে শুরু করেছে বর্তমান পুর বোর্ড।বুধবার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট পরিদর্শনে যান পুর প্রশাসক গৌতম দেব।কীভাবে সমস্যার স্থায়ী সমাধান করা যায় সেইসমস্ত বিষয় খতিয়ে দেখেন।দ্রুত সেই সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি।