শিলিগুড়ি,১২ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২ যুবক।ইতিমধ্যেই ছিনতাই হওয়া ২৯ হাজার টাকার মধ্যে থেকে ১৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।ধৃতদের নাম অসিত পাল ওরফে মনা এবং বিজু সরকার।
জানা গিয়েছে, রবিবার রাতে শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের দশরথপল্লী এলাকায় দেবেশ কর্নালের কাছ থেকে ২৯ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।এরপরই দেবেশ বাবু এই বিষয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে এবং ১৪ হাজার টাকা উদ্ধার করে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ।ছিনতাই হওয়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।