চিতাবাঘ শিকার করে রান্না করে খাওয়াদাওয়া, সেলফি তুলে পোস্ট- ধৃত ৩

খড়িবাড়ি, ১১ মার্চঃ চিতাবাঘ শিকার করে রান্না করে খাওয়াদাওয়া, এমনকি চিতাবাঘের সঙ্গে সেলফি তুলে পোস্ট।সেই পোস্ট ভাইরাল হতেই পাকরাও হল তিনজন।ধৃতদের নাম পিতালুস কেরকেট্টা, মুকেশ কেরকেট্টা ও তাপস খুড়া।ধৃতদের মধ্যে পিতালুস ও মুকেশে ফাঁসিদেওয়ার কমলাবাগান এবং তাপস মালবাজারের বাসিন্দা।


জানা গিয়েছে, কিছুদিন আগে ফাঁসিদেওয়ার কমলাবাগান এলাকায় চিতাবাঘ শিকার করার পর সেলফি তুলে ভাইরাল হয় একটি পোস্ট।সেই পোস্ট নজরে আসে প্রশাসনের।ঘটনার তদন্তে নেমেই আসে সাফল্য।শুক্রবার এস‌এসবি ৪১ নম্বর ব‍্যাটেলিয়ান ও ঘোষপুকুর বনদপ্তর খড়িবাড়ির ফৌজিজোত এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে চিতাবাঘের চামড়া ও নখ সহ তিনজনকে গ্রেফতার করে।ঘটনায় দুটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

ঘোষপুকুর বনবিভাগের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, ফেসবুক পোস্টে চিতাবাঘের ছবি ভাইরাল হতেই তদন্তে নেমে এই সাফল্য মেলে।পূর্ণবয়স্ক এই চিতাবাঘটির চামড়া নেপালে পাচারের ছক ছিল।উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়াটি ১১০-৫২ সেন্টিমিটার।চিতাবাঘের চামড়া ও নখ পাওয়া গেলেও মাথা উদ্ধার হয়নি।


পরবর্তীতে ধৃতদের ফাঁসিদেওয়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়।আগামীকাল তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *