বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়ষ্ক চিতাবাঘ

আলিপুরদুয়ার,১৫ জানুয়ারিঃ বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়ষ্ক পুরুষ চিতাবাঘ।


জানা গিয়েছে, বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বীচ চা বাগানের ৫ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে ওই চিতাটি।পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিতাটিকে উদ্ধার করে জলদাপাড়া নিয়ে যায় নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis