জলপাইগুড়িতে পরিচারিকাকে চোর সন্দেহে ঘরে আটকে রেখে মারধরের অভিযোগ দম্পতির বিরুদ্ধে

জলপাইগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ জলপাইগুড়িতে পরিচারিকাকে চোর সন্দেহে হাত বেঁধে ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করার অভিযোগ উঠলো এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ও তার স্ত্রীর বিরুদ্ধে।আহত পরিচারিকা বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।


জানা গিয়েছে, জলপাইগুড়ির মন্ডলঘাট এলাকার বাসিন্দা বিশারু ঘোষের বাড়িতে গত ১২-১৪বছর ধরে পরিচারিকার কাজ করতেন মনোবালা রায়।গত বুধবার বিশারু ঘোষের বাড়ি থেকে একটি সোনার আংটি খোয়া যায়।পরিচারিকা সেই আংটি চুরি করেছে এই সন্দেহে বৃহস্পতিবার বিকেল নাগাদ মনোবালা রায়কে বাড়িতে ডেকে বিশারু ঘোষ ও তার স্ত্রী প্রতিমা ঘোষ রায় লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।এমনকি সুচ গরম করে পরিচারিকার গালে ফুটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

যার ফলে পরিচারিকার শরীরের বেশকিছু জায়গায় রক্ত জমাট বেঁধে যায়৷এরপর শুক্রবার পরিচারিকার মা খবর পেয়ে তাকে বিশারু ঘোষের বাড়ি থেকে নিয়ে আসে।এরপর রবিবার রাতে মনোবালা রায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।


পাশাপাশি জলপাইগুড়ি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবী করেন পরিচারিকা ও তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *