শিলিগুড়ি, ৯ জানুয়ারিঃ শিলিগুড়ির খালপাড়া ফাঁড়ি অন্তর্গত অগ্রসন রোড এলাকা থেকে চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করল পুলিশ।ঘটনায় গ্রেফতার একজন।ধৃতের নাম রাজ্জাক ইসলাম।
জানা গিয়েছে, গত ২৫ ডিসেম্বর অগ্রসন রোড এলাকার বাসিন্দা বিকাশ কুমার শর্মার বাড়ি থেকে গভীর রাতে দুটি বাইক চুরি হয়।ঘটনার পর খালপাড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন গাড়ির মালিক।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৫ জানুয়ারি এনজেপি এলাকা থেকে রাজ্জাক ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে করে চুরি হওয়া দুটি বাইক উদ্ধার করা হয়।পাশাপাশি আরও একটি চোরাই বাইক উদ্ধার হয়েছে।সব মিলিয়ে মোট তিনটি বাইক উদ্ধার করা হয়েছে।শনিবার ধৃতকে ফের শিলিগুড়ি আদালতে তোলা হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
