খড়িবাড়ি, ১৩ সেপ্টেম্বরঃ চুরি যাওয়া বাইক উদ্ধার করে বাইক মালিকদের হাতে তুলে দিল খড়িবাড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, বেশকিছুদিন ধরে খড়িবাড়ি থানা অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি হচ্ছিল।সেই ঘটনার তদন্তে নেমে বিহার ও নেপাল সীমান্ত থেকে ৯টি বাইক উদ্ধার করে পুলিশ।এরমধ্যে ৫টি বাইক আজ মালিকদের তুলে দেন রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত।চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি বাইক মালিকরা।
ডিএসপি অচিন্ত্য গুপ্ত জানান, এদিন ৫টি বাইক মালিকদের হাতে তুলে দেওয়া হল।বাকি বাইকগুলি নকশালবাড়ি ও বাগডোগরা থানা এলাকার হওয়ায় তা পরে তুলে দেওয়া হবে।