খড়িবাড়ি, ৩০ আগস্টঃ চুরির বাইক সহ তিন জনকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ।ধৃতদের নাম তুয়াদেশ শেখ, নূরজ আলম এবং তুলসী রাজবংশী।
জানা গিয়েছে, চুরির বাইক সহ প্রথমে তুয়াদেশ শেখকে গ্রেফতার করে পুলিশ।তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর অপর দুজনকে গ্রেফতার করা হয়।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চারটি বাইক, একটি মাস্টার চাবি এবং নেপাল নম্বর প্লেট।গোটা ঘটনার তদন্তে পুলিশ।