শিলিগুড়ি, ২৪ মার্চঃ মোবাইল চুরির ঘটনায় ওড়িশা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।গ্রেফতার ব্যক্তির নাম কানাইয়া প্রধান।
জানা গিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি এনজেপির মোবাইল ব্যবসায়ী জয়প্রকাশ গুপ্তা রাতে দোকান বন্ধ করে ১৪ টি নতুন মোবাইল নিয়ে বাড়ি ফিরছিলেন।ভক্তিনগর এলাকায় আসতেই বেশকয়েকজন যুবক তার পথ আটকে অস্ত্র দেখিয়ে মোবাইলগুলি ছিনতাই করে পালিয়ে যায়।
ঘটনার পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ঘটনার পেছনে ওড়িশার একটি চক্র জড়িত রয়েছে।এই সুত্র ধরে এনজেপি থানার একটি দল ওড়িশার জাজপুর জেলার পুর্বকোট এলাকায় পৌঁছায়।সেখানেই গ্রেফতার করা হয় ব্যক্তিকে। উদ্ধার হয় চুরি যাওয়া ১০ টি মোবাইল।
মঙ্গলবার ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে নিয়ে ওড়িশা থেকে নিয়ে আসা হয় এনজেপি থানায়।ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।