শিলিগুড়ি, ২৭ জুলাইঃ চুরির মোবাইল সহ মোবাইল চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সুত্রের খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে এনজেপি থানার অন্তর্গত মাইকেল মধুসুধন কলোনী এলাকায় বেশ কিছু চুরির মোমাইল বিক্রির চেষ্টা চালাচ্ছে দুই ব্যক্তি।
খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় গৌড়াঙ্গ দাস এবং জয়দেব দাসকে।তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৩টি চুরির মোবাইল ও পাঁচটি ব্লুটুথ স্পিকার,২টি পেনড্রাইভ,৪টি মোবাইলের ব্যাটারি এবং হেডফোন।
এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।