চুরির সামগ্রী কেনার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী

শিলিগুড়ি,২৮ সেপ্টেম্বরঃ চুরির সামগ্রী কেনার অভিযোগে শিলিগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম ওম প্রকাশ প্রসাদ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ই আগস্ট শিলিগুড়ির শাস্ত্রীনগর এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।সোনার অলঙ্কার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।এরপরই ভক্তিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ।

চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে উত্তর ২৪ পরগনার নৈহাটি থেকে সন্দীপ নাথ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।সন্দিপকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে জড়িত শিলিগুড়ির দুই বাসিন্দা মহঃ সাহিদ ও একবাল নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ।এদিকে ধৃতদের জেরার মাধ্যমে পুলিশ জানতে পারে শিলিগুড়ির একটি সোনার দোকানে চুরির সোনার অলঙ্কারগুলি বিক্রি করেছে তারা।


এরপরই শিলিগুড়ির আশরফনগরের স্বর্ন ব্যবসায়ী ওম প্রকাশ প্রসাদের দোকানে হানা দিয়ে চুরি যাওয়া ৭৫ গ্রাম সোনার অলঙ্কার উদ্ধার করে পুলিশ।পাশাপাশি চুরির সামগ্রী কেনার অভিযোগে ওম প্রকাশ প্রসাদকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃত চারজনকে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *