শিলিগুড়ি, ২৬ মেঃ বিধান মার্কেটের অধীনস্থ সমস্ত দোকান ঘরের মালিকানার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা।
শুক্রবার শিলিগুড়ি মহাকুমার শাসকের কার্যালয়ের সামনে মালিকানার দাবিতে হাতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান ব্যবসায়ী সমিতির সদস্যরা।এরপর মহকুমার শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দিয়ে তাদের সমস্যায় কথা জানান।
এদিন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপী সাহা বলেন, আমরা আমাদের দোকানের মালিকানা চাই।আমরা জানি মুখ্যমন্ত্রী যদি আমাদের দুর্দশা জানতে পারেন, তাহলে অবশ্যই তিনি একটা কিছু করে দেবেন।তা নাহলে আমাদের আন্দোলন চলবে।