কোচবিহারে জনসভা মুখ্যমন্ত্রীর, তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে

কোচবিহার,৭ এপ্রিলঃ আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় কোচবিহারে ভোট।তার আগে উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।বুধবার কোচবিহারের উত্তরে এবং শীতলকুচিতে জনসভা করলেন তিনি।


কোচবিহারে কি কি উন্নয়ন করেছে তার সরকার, এদিনের জনসভায় তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি আক্রমণ শানেন বিজেপির বিরুদ্ধে।আধা সামরিক বাহিনীর ওপরেও যে তার আস্থা নেই এদিনের জনসভায় স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন অভিযোগ তোলেন তিনি। বলেন, মেয়েরা যাতে ভোট দিতে না পারেন সেজন্য গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনী গিয়ে দাড়িয়ে পড়ছে।বলছে ভোট দেওয়া যাবে না।ইভিএম মেশিন খারাপ করে রেখে দিচ্ছে যাতে মা বোনেরা ভোট না দিতে পারেন।মা-বোনেদের ভোটকে ভয় পাচ্ছে বিজেপি।তৃণমূল প্রার্থীদের মারধর করছে খুন করছে বিজেপি।

তিনি আরও বলেন, তিন দফায় ভোট হয়ে গিয়েছে।বিজেপি আমাদের ধারে কাছেও আসতে পারেনি।জিতছি আমরাই।


বিজেপি’কে কটাক্ষ করে বলেন, বিজেপি সরকার সবকিছু বিক্রি করে দিচ্ছে।নরেন্দ্র মোদী বেশিদিন থাকলে দেশটাকেও বিক্রি করে দেবে।ধর্ম নিয়ে ভাগাভাগি করে এরা।বাংলায় এনপিআর,এনআরসি করতে দেব না।বাংলার সব মানুষ ভারতের নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *