ডাম্পার ও যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৬

নকশালবাড়ি, ২৫ জুনঃ সাতসকালে নকশালবাড়ির আশাপুর চা বাগানের রাস্তায় ডাম্পার ও যাত্রীবাহী ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৬ জন।ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।


জানা গিয়েছে, এদিন ডাম্পারের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসে স্থানীয়রা।ঘটনায় আহত হন যাত্রীবাহী গাড়িতে থাকা ৬ জন।আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৪জনকে ছেড়ে দেওয়া হয়েছে।তবে ২ জন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন।

এদিকে ঘটনার পরই পালিয়ে যায় ডাম্পার চালক।গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARScasibomcasibom girişCasibom Bonuscasibom mobil girişhttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahiscasibom resmi girişcasibom