রাজগঞ্জ, ২ ডিসেম্বরঃ সরকারি কমিউনিটি হলঘরে চলছে বেসরকারি স্কুল। ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৮ নম্বর মিলনপল্লী গ্রামে।
জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের ১৮ নম্বর মিলন পল্লী গ্রামে পঞ্চায়েত সমিতির উদ্যোগে বহু বছর আগে তৈরি করা হয়েছিল কমিউনিটি হল ঘর। দীর্ঘদিন থেকে সেই ঘরটি প্রায় বন্ধ অবস্থায় ছিল।সেই সুযোগে সেখানে একটি বেসরকারী স্কুল গড়ে তুলেছে কয়েকজন।প্রশাসনের চোখের সামনেই এক বছর ধরে অবাধে চলছে সেই স্কুল।রীতিমত ছাত্রছাত্রীদের থেকে প্রতি মাসে টাকা নিয়ে স্কুল চালাচ্ছে কর্তৃপক্ষ।
এই বিষয়ে এলাকার অভিভাবকরা জানায়, এটি একটি সরকারি ঘর। প্রায় একবছর থেকে এখানে বেসরকারি স্কুলটি চলছে।এখানে এলাকার অনেক বাচ্চারাই পড়াশোনা করে। প্রতি মাসে ৫০০ টাকা করে নেওয়া হয় ছাত্র ছাত্রীদের থেকে।
স্কুলের এক শিক্ষিকা মালতি বিশ্বাস বলেন, এই স্কুল এক বছর যাবত চলছে, এটি সরকারি কমিউনিটি হলঘর। স্থানীয় পঞ্চায়েত সদস্য, প্রধানকে জানিয়ে স্কুলটি শুরু হয়েছে বলে জানান তিনি।
এই বিষয়ে মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায় জানায়, বিষয়টি আমার জানা ছিল না।এই বিষয়ে খোঁজ-খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।
যদিও এই বিষয়ে স্কুলের মালিকের কোন মন্তব্য পাওয়া যায়নি।