‘প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের প্রচার চালিয়েছে তৃণমূল’- শঙ্কর মালাকার

শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ দুয়ারে সরকার ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন বিধির ঊর্ধ্বে গিয়ে প্রচার করেছে তৃণমুল।তাতে ইন্ধন দিয়েছেন রাজ্যের মন্ত্রীরা।শেষদিনের নির্বাচনী প্রচার সেরে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেতা শঙ্কর মালাকার।


এদিন কংগ্রেস নেতা শঙ্কর মালাকার জানান, দুয়ারে সরকারের নামে বিভিন্ন এলাকায় সরকারী কর্মীদের দিয়ে প্রচার চালিয়েছে তৃণমূল।সমস্ত বিরোধী রাজনৈতিক দল প্রশাসনের কাছে মিটিং মিছিলের অনুমতি ৭-৮ দিন ঘুরেও পায়নি।নানাভাবে বিরোধী দলকে হয়রানীর শিকার হতে হয়েছে।পুরভোটে রাজ্যের মন্ত্রীরা শিলিগুড়িতে উপস্থিত থেকে এমন কাজ তাদের অঙ্গুলীহেলনে করাচ্ছে।নির্বাচনের দিন তৃণমূলের সন্ত্রাসের আশঙ্কাও করেন তিনি।তবে শাসকদল যাই করুক শিলিগুড়িবাসী বরাবর তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে।এবারও প্রত্যাখ্যান করবে।পুরভোটে কংগ্রেস  জয়ী হয়ে কংগ্রেসের নেতৃত্বেই পুরবোর্ড গঠন হবে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *