ফাঁসিদেওয়া, ১৮ এপ্রিলঃ চা পাতা বোঝাই কনটেনারে গাঁজা পাচারের চেষ্টা।ঘটনায় গ্রেফতার কনটেনার চালক।ধৃতের নাম বিপুল দাস।মালদার চাঁচলের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঝমকলালজোত সংলগ্ন তিস্তা ক্যানালে নাকা চেকিং করার সময় অসম থেকে কলকাতাগামী একটি কনটেনার আটক করে।চালকের কেবিনে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৩ কেজি গাঁজা।এরপরই গ্রেফতার করা হয় কনটেনার চালককে।
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।এই গাঁজা পাচারের পেছনে কারা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।