পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন   

কোচবিহার, ৪ ফেব্রুয়ারিঃ কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হল আজ।কোচবিহার উৎসব অডিটোরিয়াম হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস।


জানা গিয়েছে, করোনা থাকাকালীন সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি।কোভিড পরিস্থিতির পর এবারে ২০২০-২০২২ সাল পর্যন্ত তিন বছরের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল।মোট ২৮২ জন ছাত্র ছাত্রীকে পদক দেওয়া হয়েছে।যার মধ্যে ১৩৭ জন স্বর্ণপদক ও ১৪৫ জনকে রৌপ্য পদক তুলে দেওয়া হয়েছে।একই সঙ্গে ৩৬ জনকে পিএইচডি ও ২১ জনকে এম ফিল ডিগ্রী প্রদান করা হয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক তাপস কুমার কুন্ডু, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দেব কুমার মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis