‘বঙ্গভঙ্গ চাই না’ – পদযাত্রার আয়োজন করলো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস

কোচবিহার, ২০ নভেম্বরঃ উত্তরবঙ্গ আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।তারই মাঝে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস।‘বঙ্গভঙ্গ চাই না’ এই স্লোগানকে সামনে রেখে রবিবার পদযাত্রার আয়োজন করে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস।এদিন সকালে কোচবিহার চকচকা হরিমন্দির এলাকা থেকে পদযাত্রা বের করা হয়।


এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।

এই বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে এবং সাংসদ নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবিতে এই পদযাত্রা বের করা হয়েছে।পদযাত্রাটি কোচবিহার জেলার ১২৮ টি গ্রাম পঞ্চায়েত তথা এক হাজার কিলোমিটার পথ পরিক্রমা করবে।


তবে তৃণমূলের এই পদযাত্রাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। এই বিষয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, তারা নিজেদের ঘর আগে সামলাক।বহুনেতা ইতিমধ্যে জেলে গিয়েছে আরও অনেকে জেলে যাবেন।তাদের এই পদযাত্রার নকল করা।কিছুদিন আগে রাহুল গান্ধী পদযাত্রা করেছিলেন।পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল পদযাত্রা করছেন তার কারণ তারা বুঝে গেছেন তাদের কাছ থেকে মানুষ সরে গিয়েছে তাই তারা পদযাত্রা করে মানুষকে সামনে টানতে চাইছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *