কোচবিহারে বন্যা পরিস্থিতি, তোর্ষা নদীতে জারি হলুদ সতর্কতা

কোচবিহার, ১৮ জুনঃ লাগাতার বৃষ্টির জেরে কোচবিহারের একাধিক জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।সমস্ত নদীতে বেড়েছে জলস্তর।তুফানগঞ্জ রায়ডাক নদীতে আগেই হলুদ সর্তকতা জারি করেছে সেচ দপ্তর।


এবারে কোচবিহারের তোর্ষা নদীতে বিপদ সীমার উপর দিয়ে বইয়ে জল।তোর্ষা নদীর জল বাড়ায় ইতিমধ্যেই কোচবিহার শহর সংলগ্ন ফাঁসির ঘাট , টাকাগাছ এলাকার বাড়ি গুলিতে জল ঢুকে গিয়েছে।বাড়ি ছেড়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছেন বহু মানুষ।

ভুটান পাহাড়ে বৃষ্টি ও জল ছাড়ার ফলে তোর্ষা নদীর জল বেড়ে গিয়েছে বলে খবর।ইতিমধ্যেই তোর্ষা নদীতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।নদীর জল আর বাড়বে বলে সেচ দপ্তরের সূত্রে জানা গিয়েছে।যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *