করোনা আতঙ্ক, গুজবঃ শিলিগুড়িতে পর্যটকদের জন্য চালু হেল্পলাইন নম্বর

শিলিগুড়ি, ৬ মার্চঃ ভারতীয় পর্যটকদের জন্য বন্ধ হয়নি সিকিম। নিশ্চিতে ঘুরতে আসুন।বলছেন ট্যুর অপারেটররা।ইতিমধ্যেই করোনার জন্য সিকিম ও ভুটানে বিদেশী পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।


বহু বিদেশী পর্যটক সিকিম যাওয়ার জন্য শিলিগুড়ির এসএনটি বাসস্ট্যান্ডে গেলেও ছাড়পত্র মেলেনি।সেই পর্যটকদের দার্জিলিং, ডুয়ার্সে পাঠানো হয়েছে।

এদিন হিমালয়ান হসপিট্যালিটি এন্ড ট্যুরিসম ডেভলপমেন্ট নেটওয়ার্ক এর তরফে এক সাংবাদিক সম্মেলন করে বলা হয় ভারতীয় পর্যটকদের ভয় পাওয়ার কোনো কারন নেই।তাদের জন্য খোলা রয়েছে পাহাড়।ভুটান সাময়িকভাবে বন্ধ রয়েছে।এছাড়াও পর্যটকদের সুবিধার্থে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার (9434019880/ 9733533000/ 9434467236/ 7384049777)।পর্যটকদের সাহায্যে তারা সমস্তরকম সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *