দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষ ৭৬ হাজার, মৃত বেড়ে ৭,৭৪৫  

দিল্লি, ১০ জুনঃ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।তবে সুস্থতার হার বেড়ে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে।


দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩।২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৯,৯৮৫।দেশে মৃতের সংখ্যা বেড়ে ৭,৭৪৫।২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৯ জনের।দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১,৩৩,৬৩২।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১,৩৫,২০৬।

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজার।মোট আক্রান্ত ৯০,৭৮৭।তামিলনাড়ুতে আক্রান্ত ৩৪,৯১৪।দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩১,৩০৯।গুজরাতে আক্রান্তের সংখ্যা ২১,০১৪।উত্তর প্রদেশে আক্রান্তে ১১,৩৩৫।রাজস্থানে ১১,২৪৫।মধ্য প্রদেশে আক্রান্ত ৯,৮৪৯।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişJOJOBETjojobet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom canlı casinohttps://casibom-resmi-girisi.com/