শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।দেশের পরিস্থিতি উদ্বেগজনক।গত ২৪ ঘণ্টায় দার্জিলিং জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২০৩।এর মধ্যে শিলিগুড়ি পুরনিগমের কিছু ওয়ার্ডে আক্রান্ত ৮৪ জন,দার্জিলিং পৌরসভায় ৫ জন, কার্শিয়াং পৌরসভায় ২ জন, সুকনায় ৩ জন, মিরিকে ২ জন, মিরিক পৌরসভায় ২ জন, বিজনবাড়িতে ২ জন, মাটিগাড়ায় ৫৪ জন,নকশালবাড়িতে ৪৪ জন ও ফাঁসিদেওয়ায় ২ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে দার্জিলিং জেলা ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে শিলিগুড়ি পুরনিগম এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন ১০৭ জন।এছাড়াও বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোম এবং হোম আইসোলেশনে থাকা ৩৯ জন রোগী করোনা মুক্ত হয়েছেন।