দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষ ৪৬ হাজার, মৃত ৬,৯২৯

দিল্লি, ৭ জুনঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৪৬,৬২৮।গত ২৪ ঘণ্টায় ৯,৯৭১ জন আক্রান্ত হয়েছেন।মৃতের সংখ্যা ৬,৯২৯।গত ২৪ ঘন্টায় ২৮৭ জনের মৃত্যু হয়েছে।দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১,২০,৪০৬।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১,১৯,২৯২জন।


মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮২ হাজার ৯৬৮জন।তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৩০,১৫২।দিল্লিতে আক্রান্ত বেড়ে ২৭,৬৫৫।গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৯,৫৯২।রাজস্থানে আক্রান্ত ১০,৩৩১।উত্তর প্রদেশে আক্রান্ত ৯,৭৩৩।মধ্য প্রদেশে আক্রান্ত ৯,২২৮।   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar