দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লক্ষ ৯০ হাজার, মৃত বেড়ে ৫, ৩৯৪

দিল্লি, ১ জুনঃ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যার নিরিখে দশম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এল ভারত।তবে সুস্থতার হার বেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তিতে। 


দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লক্ষ ৯০ হাজার।একদিনে আক্রান্তের সংখ্যা ৮,৩৯২ জন।মোট আক্রান্তের সংখ্যা ১,৯০,৫৩৫জন।মৃত্যু হয়েছে ৫, ৩৯৪ জনের।গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের মৃত্যু হয়েছে।দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৩, ৩২২।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৯১, ৮১৮জন। 

এদিকে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭, ৬৫৫।তামিলনাড়ুতে আক্রান্ত ২২, ৩৩৩।দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৯, ৮৪৪।গুজরাতে আক্রান্ত ১৬, ৭৭৯।রাজস্থানে আক্রান্ত ৮, ৮৩১।মধ্যপ্রদেশে আক্রান্ত ৮, ০৮৯।উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৭,৮২৩।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *