কালিম্পঙের মৃত মহিলার ৪ আত্মীয়ও করোনায় আক্রান্ত- জানালেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি, ১ এপ্রিলঃ কালিম্পঙের করোনায় মৃত মহিলার সংস্পর্শে আসা ৪ আত্মীয়ও করোনায় আক্রান্ত। বুধবার করোনা সংক্রান্ত বিষয় নিয়ে এক সাংবাদিক বৈঠক থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।


ওই মহিলা চেন্নাই থেকে ফিরেছিলেন। তারপরই তার সংস্পর্শে আসা ৪ আত্মীয়ের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই তাদের চিকিৎসা শুরু হয়েছে।


One thought on “কালিম্পঙের মৃত মহিলার ৪ আত্মীয়ও করোনায় আক্রান্ত- জানালেন মুখ্যমন্ত্রী

  1. Baisakhi Das says:

    Please look into the north bengal medical collage hospital.bcz health worker does not have proper equipments.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis