আমেরিকায় শুরু হয়েছে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রথম ট্রায়াল।করোনা ভাইরাস প্রতিষেধকের পরীক্ষামূলক প্রথম ডোজ প্রয়োগ করা হয়েছে সিয়াটেলের জেনিফার হ্যালার নামে এক নারীর দেহে।তার ওপরে নজর রাখা হচ্ছে।এই ভ্যাকসিন কতটা নিরাপদ তা খুঁজে বের করাই প্রথম লক্ষ্য।ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে এমআরএনএ-১২৭৩।এই টিকা আবিষ্কারে অবদান রয়েছে ভারতেরও। জানা গিয়েছে, ভারত ও নরওয়ের যৌথভাবে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা এই প্রতিষেধক আবিষ্কার করেছে।
এই টিকার প্রয়োগ শুরু করেছেন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থ (এনআইএইচ)-এর অধীন দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি)-র বিজ্ঞানীরা এবং তার সহযোগী বায়োটেকনোলজি সংস্থা মডার্না আইএনসি। কাইজার পারমানেন্ট ওয়াশিংটন হেল্থ রিসার্চ ইনস্টিটিউট-এ এই পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।শারীরিক ভাবে সুস্থ স্বেচ্ছায় অংশগ্রহণকারী ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে বিভিন্ন বয়সের মোট ৪৫ জনের উপর এই প্রতিষেধক পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে। প্রায় ছ’সপ্তাহ ধরে চলবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ।