শিলিগুড়ি, ৭ সেপ্টেম্বর: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ কাফ সিরাপ সহ ২ জনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। ধৃতদের নাম উত্তম কুমার শাহ এবং রাজীব রঞ্জন কুমার। এর মধ্যে উত্তম শিলিগুড়ি হায়দার পাড়া এবং রাজীব ভানুনগর এলাকার বাসিন্দা।
ডিডি সূত্রে খবর, উত্তম কুমার একজন মেডিসিন ডিস্ট্রিবিউটর।ড্রাগ লাইসেন্স এর আড়ালে দীর্ঘদিন ধরে কালোবাজারির করবার চালাচ্ছিল।এই কাজে তাকে সহযোগিতা করত রাজীব।এদিকে রাজীব রঞ্জন কুমার ট্রান্সপোর্ট কেরিয়ার এর ম্যানেজার বলে জানা গিয়েছে।ট্রান্সপোর্ট কেরিয়ার এর অফিসে অবৈধভাবে কাফ সিরাপ মজুত রাখা হত।উত্তম কুমার কানপুর থেকে কাফ সিরাপ নিয়ে এসে শিলিগুড়িতে বিক্রি করত বলে জানা গিয়েছে।
এদিকে গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেই গতকাল সন্ধ্যে নাগাদ অভিযান চালায় ডিটেকটিভ ডিপার্টমেন্ট।অভিযান চালিয়ে ৯,৬৬০ বোতল কাফ সিরাপ উদ্ধার করে ডিডি।পাশাপাশি গ্রেফতার করা হয় ওই দুজনকে।উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজারমূল্য ৩ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।