কাউন্সিলরের ওপর হামলার অভিযোগে গ্রেফতার তৃণমূল যুব কার্যকর্তা

শিলিগুড়ি, ১৯ এপ্রিলঃ ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমর আনন্দ দাসকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ উঠল ওয়ার্ডেরই তৃণমূল যুব কার্যকর্তার বিরুদ্ধে।অভিযোগের ভিত্তিতে প্রধাননগর থানার পুলিশ গতকাল রাতে তৃণমূল যুব কার্যকর্তা রাণা দে সরকারকে গ্রেফতার করে।ধৃতের বিরুদ্ধে ৪৪৭, ৩২৩, ৩৫৩, ৩৫৪, ৫০৬, ৩৭৯, ৩৪ ধারায় মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।


উল্লেখ্য, ওয়ার্ডের সাফসাফাই নিয়ে সোমবার রাণা দে সরকারের সঙ্গে ওয়ার্ড কাউন্সিলারের বিবাদ হয় পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়।কাউন্সিলারের অভিযোগ, ওয়ার্ডের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে ওয়ার্ড কমিটির সদস্যদের নিয়ে কথা বলছিলাম।সেই সময় রানা দে সরকার কার্যালয়ে ঢুকে অভদ্র ব্যবহার করে এবং খুনের হুমকি দেয়।এই ঘটনার পরই প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাউন্সিলর।

এদিকে কাউন্সিলর অমর আনন্দ দাসের তোলা সমস্ত অভিযোগকে অস্বীকার করে রানা দে সরকার।সে জানায়, ওয়ার্ডের সাফাই নিয়ে কথা বলতে কাউন্সিলারের কার্যালয়ে গিয়েছিলাম।সেইসময় কাউন্সিলর অভদ্র ভাষায় কথা বলে এবং ধাক্কা মেরে বের করে দেয়।আমার সাথে অভদ্র ব্যবহারও করা হয়।আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *