শিলিগুড়ি, ২৯ জুলাইঃ বড়সড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার বিভাগের।অনলাইন প্রতারনার ঘটনায় ৫ লক্ষ টাকা উদ্ধার করল সাইবার বিভাগ।
জানা গিয়েছে, গত ৬ মে শিলিগুড়ি আদালতের আইনজীবী বুবাই সাহার বাবার অ্যাকাউন্ট থেকে হঠাৎই ৫ লক্ষ টাকা উধাও হয়ে যায়।ঘটনার পর বুবাই সাহা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানান।এরপর গত ৭ মে ঘটনার অভিযোগ দায়ের করা হয় শিলিগুড়ি সাইবার বিভাগে।অভিযোগ পেয়েই তদন্তে নামে সাইবার বিভাগ।তদন্তে নেমে মেলে বড়সড় সাফল্য।উদ্ধার হয় প্রতারনার ৫ লক্ষ টাকা।
এই বিষয়ে বুবাই সাহা জানান, গত ৬ মে বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা উধাও হয়ে যায়।সাইবার অপরাধীরা বাবার মোবাইল হ্যাক করে প্রতারনা করে।তবে সাইবার টিম যেভাবে কাজ করেছে তা প্রশংসনীয়।
অন্যদিকে ডিসিপি কুনওয়ার ভূষণ সিং জানান, গত ৭ মে সাইবার পিএস-এ পাঁচ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়।এরপরই তদন্ত শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার টিম।গোটা ঘটনার তদন্তে নেমে উদ্ধার করা হয় টাকা।