ক্রিকেট স্টেডিয়ামের দাবিতে বিক্ষোভ শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর

শিলিগুড়ি,১৬ ডিসেম্বরঃ কাওয়াখালিতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের দাবিতে অবস্থান বিক্ষোভ শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর।আজ গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ করে সংগঠনের সদস্যরা।


উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।আজ তার শিলিগুড়ি আসার কথা রয়েছে।মুখ্যমন্ত্রীর কাছে তাদের এই দাবি তুলতেই এই অবস্থান বিক্ষোভ বলে জানা গিয়েছে।এদিনের বিক্ষোভে সামিল ছিলেন শিলিগুড়ি শহরের প্রবীণ ও নবীন খেলোয়াড়রা।

প্রসঙ্গত, পুরমন্ত্রী থাকাকালীন অশোক ভট্টাচার্য মাটিগাড়ার উত্তরায়ণে ক্রিকেট স্টেডিয়ামের জন্যে জমির ব্যবস্থা করে দিয়েছিলেন।সেই প্রকল্পও এখন বিশবাঁও জলে।মাঝে কয়েক বছর সেখানে ক্রিকেট লিগ হলেও তা বন্ধ রয়েছে।অগত্যা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামই ভরসা।তাই শহরজুড়ে এখন আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ার আওয়াজ তুলেছে শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন।


তাদের দাবি, শিলিগুড়িতে চাই ক্রিকেট স্টেডিয়াম।ইতিমধ্যেই এই দাবি নিয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের কাছে স্মারকলিপিও দিয়েছে শিলিগুড়ি ক্রিকেট লাভার্স অর্গানাইজেশন।

সংগঠনের সভাপতি প্রাক্তন ক্রিকেটার মনোজ ভার্মার দাবী, শিলিগুড়ির উন্নয়নে অনেক কাজ করেছেন মুখ্যমন্ত্রী।ক্রিকেটের উন্নয়নের জন্যে স্টেডিয়াম তৈরি করে দিলে শহরে আরও জনপ্রিয় হয়ে উঠবে ব্যাট-বলের লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *