ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া আরও ২ দুষ্কৃতি গ্রেফতার

শিলিগুড়ি, ১৯ ডিসেম্বরঃ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া আরও ২ দুষ্কৃতিকে গ্রেফতার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের নাম মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ মুকসুদিন।


উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর দেবীডাঙা গ্যাস গুদাম এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৬ দুষ্কৃতিকে গ্রেফতার করেছিল প্রধাননগর থানার পুলিশ।সেইসময় সুযোগ বুঝে পালিয়ে যায় বেশকয়েকজন।তাদের খোঁজে শুরু হয় তদন্ত।এরপর শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে দার্জিলিং মোড় থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।     

 


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARScasibomcasibom girişCasibom Bonuscasibom mobil girişhttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahiscasibom resmi giriş