শিলিগুড়ি, ১৭ ডিসেম্বরঃ মন্দিরের দান বাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করলো পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম বারুদ।
জানা গিয়েছে, গত সোমবার সকালে শিলিগুড়ির বিধান মার্কেট ও শেঠ শ্রীলাল মার্কেটের মাঝামাঝি জায়গায় স্থাপিত শিবমন্দিরের দানবাক্স ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। মন্দিরের সেবায়েত সকালে মন্দির খুলতে গিয়ে দেখেন, দানবাক্স ভাঙ্গা।ভক্তদের দেওয়া টাকাও উধাও। ঘটনার পর পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার তদন্তে নেমে সিসি টিভি ফুটেজে দুই যুবককে দেখা যায়।যার মধ্যে একজন ছিল বারুদ।গতকাল রাতে ফের মার্কেটের ওই দানবাক্সের টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে যুবক।
বুধবার তাকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
