দার্জিলিংয়ে আত্মঘাতী স্কুল পড়ুয়া, গ্রেফতার স্কুলের ডিরেক্টর

শিলিগুড়ি, ২ সেপ্টেম্বরঃ দার্জিলিংয়ে আত্মঘাতী এক স্কুল পড়ুয়া।ঘটনাকে কেন্দ্র করে দার্জিলিং আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়াল।ঘটনায় গ্রেফতার স্কুলের ডিরেক্টর।


জানা গিয়েছে, দার্জিলিং এর চৈতন্য পাবলিক স্কুলের নবম শ্রেনীর ছাত্র ছিল ওই পড়ুয়া।শুক্রবার স্কুল থেকে ফিরে এসেই স্কুলের পোশাকেই আত্মহত্যা করে সে।এই ঘটনার পরই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলে মৃতের পরিবার।

পরিবারের অভিযোগ, স্কুলের তরফে র‍্যাফেল শিট বিক্রি করার দ্বায়িত্ব দেওয়া হয়েছিল পড়ুয়াকে।তবে সমস্ত র‍্যাফেল শিট সে বিক্রি করতে পারেনি।স্কুল থেকে বেশকয়েকবার তাকে বের করে দেওয়া হয়েছিল।এই কারণে অপমানিত হয়ে গতকাল বাড়িতে গিয়ে পড়ুয়া আত্মঘাতী হয় বলে অভিযোগ।


ঘটনার পরই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আজ বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও স্থানীয়রা।

 

One thought on “দার্জিলিংয়ে আত্মঘাতী স্কুল পড়ুয়া, গ্রেফতার স্কুলের ডিরেক্টর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *