ভারী বৃষ্টিতে দার্জিলিংয়ে ধস, মৃত্যু হল ১ জনের

দার্জিলিং, ২৫ আগস্টঃ লাগাতার ভারী বৃষ্টিতে দার্জিলিংয়ে ধস।সোম তাকভর সংলগ্ন পাতাবং এলাকায় ধসের জেরে মৃত্যু হল এক বৃদ্ধের।মৃতের নাম বাবুলাল রাই।


ঘটনার পর দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাটির নীচ থেকে বাবুলাল রায়ের দেহ বাইরে বের করে আনে।খবর পেয়ে ভারতীয় প্রজাতান্ত্রিক মোর্চার নেতারা ঘটনাস্থলে পৌঁছায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARScasibomcasibom girişCasibom Bonuscasibom mobil girişhttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahiscasibom resmi giriş