শিলিগুড়ি, ৮ মেঃ বেলাগাম দেশের করোনা পরিস্থিতি।ক্রমশই ঊর্ধ্বমুখী শিলিগুড়িতে করোনার গ্রাফ।আজ দার্জিলিং জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪২০জন।এরমধ্যে শিলিগুড়ি পুরনিগমের কিছু ওয়ার্ডে সংক্রামিতের সংখ্যা ১৮৫ জন, দার্জিলিং পৌরসভায় ১২ জন, সুকনায় ২৪, কার্সিয়াং পৌরসভায় ১১, মিরিকে ১৬, বিজনবাড়িতে ৩ জন, সুখিয়াপোখরিতে ৪ জন, তাকদায় ৯ জন, খড়িবাড়িতে ৭ জন, মাটিগাড়ায় ১২৩ জন, নকশালবাড়িতে ১৫ জন, ফাঁসিদেওয়ায় ১১ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে দার্জিলিং জেলা ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে শিলিগুড়ি পুরনিগম এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩৮ জন।করোনা মুক্ত হয়েছেন ২৫০ জন।