দার্জিলিঙে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারকে কটাক্ষ রাজ্যপালের

শিলিগুড়ি, ১ নভেম্বরঃ একমাসের উত্তরবঙ্গ সফরে গতকাল শিলিগুড়িতে পৌঁছেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।রবিবার দার্জিলিং এর রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।রাজ ভবনে যাওয়ার আগে শিলিগুড়ির সার্কিট হাউসে একটি সাংবাদিকদের বৈঠক করেন তিনি।


সম্প্রতি সাংবাদিক বৈঠক করে ২০২১-এর নির্বাচনে তৃণমূলের সাথে জোট বেঁধে লড়ার কথা বলেছেন বিমল গুরুং।এই প্রসঙ্গকে কটাক্ষ করে রাজ্যপাল বলেন,”যদি কোনও সাধারণ মানুষ ওয়ান্টেড কোনও ব্যক্তির সাথে দেখা করতো তবে সেটিকে ভুল বলে গণ্য করা হতো।কিন্তু এখন যখন একজন সাংবিধানিক পদে অধিষ্ঠিত কেউ ওয়ান্টেড কোনও ব্যক্তির সাথে দেখা করছেন সেটিকে ভুল হিসেবে গণ্য করা হচ্ছে না”।  

এদিকে গোর্খাল্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতীয় সংবিধানে সমস্ত সমস্যার সমাধান রয়েছে।রাম মন্দির এবং ৩৭০ ধারার মত বিষয়ের সমাধান সম্ভব হলে গোর্খাল্যান্ডের সমাধানও সম্ভব’।এদিন দার্জিলিং এর ডিএম এবং এসপি কে সাধারণ মানুষের স্বার্থে কাজ করার পরামর্শ দেন।রাজ্যপাল আরও বলেন, রাজ্যের আইন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।হিংসাত্মক ঘটনা বেড়েই চলেছে।আলকায়দা এবং জঙ্গী গোষ্ঠী ধীরে ধীরে রাজ্যে তাদের প্রভাব বিস্তার করছে।কিন্তু রাজ্যের গোয়েন্দা বিভাগ এবং বড় আধিকারিকরা হাত গুটিয়ে বসে আছেন।


অন্যদিকে কেন্দ্র সরকারের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল।তিনি বলেন, ২০১৪ সালে ভারতে নতুন ইতিহাসের রচনা হয়।ওই দল সেইসময় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে এবং ফের তার পুনরাবৃত্তি হতে চলেছে।

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *