শিলিগুড়ি, ৭ জানুয়ারিঃ দার্জিলিং ঘুরতে যাওয়ার পথে দুর্ঘটনা। শিলিগুড়ির বিধাননগরের কাছে মৃত্যু হল দুই পর্যটকের। আহত হলেন পাঁচ পর্যটক। শনিবার ভোরে নদীয়া থেকে আসার সময় বিধাননগরের কাছে দুর্ঘটনার মুখে পড়ে পর্যটকদের গাড়িটি।
জানা গিয়েছে, বিধাননগরের সৈয়াদাবাদ চা বাগানের কাছে রাস্তার পাশে একটি খারাপ হয়ে যাওয়া ট্রাক দাঁড়িয়ে ছিল। সেসময় নদীয়া থেকে আসা পর্যটকদের গাড়িটি পেছন থেকে ট্রাকে গিয়ে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন পর্যটকের।আহত হন ৫ জন।আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রানা চক্রবর্তী ও গণেশ সরকার।তারা দুজনই নদীয়া জেলার বাসিন্দা।