দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দৌপদী মুর্মু

দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দৌপদী মুর্মু।তিনি দেশের প্রথম আদিবাসী এবং দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি।এদিন সংসদের সেন্ট্রাল হলে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও কেন্দ্রীরা মন্ত্রীরা।


শপথ গ্রহণের আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান দৌপদী মুর্মু।এরপর শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছান।সাদা রঙের তিরঙ্গা শাড়ি পড়ে শপথ নিলেন রাষ্ট্রপতি।এদিন রাষ্ট্রপতি দৌপদী মুর্মুকে শপথ বাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি এনভি রামানা।

শপথ গ্রহণের পর প্রথম ভাষণ দেন দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি দৌপদী মুর্মু।এদিন হিন্দি ভাষায় ভাষণ দেন তিনি।প্রথমেই ভারতের সব্বোর্চ সাংবিধানিক পদে নির্বাচিত করার জন্য সমস্ত সাংসদ এবং বিধানসভার সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষে রাষ্ট্রপতির দ্বায়িত্ব গ্রহণ করাকেও তিনি তাৎপর্যপূর্ণ বলে মনে করেন।এই নতুন দায়িত্ব পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন তিনি।তিনি আরও বলেন, আমি যে গ্রামে বড় হয়েছি সেখানে প্রাথমিক শিক্ষা লাভ করাটাও অনেক কঠিন ছিল।আমি জনজাতি সমাজের মেয়ে হয়েও ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে ভারতের রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পেয়েছি।এটা ভারতবর্ষের মাহাত্ম্য।আমার রাষ্ট্রপতি পদে নির্বাচন হওয়া এমনটাই বোঝায় যে ভারতে গরীব সমাজের মানুষ স্বপ্ন দেখতে পারে এবং সেই স্বপ্ন পূরণও করতে পারে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *