বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিবারাত্রী ফুটবল টুর্নামেন্টের আয়োজন

শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিবারাত্রী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল।


জানা গিয়েছে, রবিবার এই ফুটবল টুর্নামেন্টে শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।এদিনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার মনজিৎ সিং।টুর্নামেন্টে চাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা ও ট্রফি এবং রানার্স দলকে ট্রফি ও ৫০ হাজার তুলে দেওয়া হবে।এছাড়াও অন্যান্য পুরস্কারও রয়েছে।

এই বিষয়ে ফুটবল টুর্নামেন্টের কনভেনার বিনয় কুমার চৌধুরী জানান, আমাদের এই ফুটবল টুর্নামেন্ট সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা লাভ করছে।২০ বছর ধরে টুর্নামেন্ট হচ্ছে।ছোট মাঠ হলেও নামি-দামি খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis