ডিডি ও এসওজি’র অভিযান, নদীয়া থেকে গ্রেফতার মাদক সরবরাহকারী

শিলিগুড়ি, ১৭ জুলাইঃ অবশেষে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং স্পেশাল অপারেশন গ্রুপের বড়সড় সাফল্য।তিন মাস পর গ্রেফতার এক মাদক সরবরাহকারী।ধৃতের নাম মজনুর রহমান(৩৫)।শনিবার নদীয়া থেকে ধৃতকে গ্রেফতার করা হয়।


উল্লেখ্য, গত তিন মাস আগে মাটিগাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ মহম্মদ বাসিদ এবং করিম নামে দুজনকে গ্রেফতার করে ডিডি টিম।দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা ক্যুরিয়র বয়।তবে মজনুর মাদক পাচার চক্রের সবথেকে বড় সরবরাহকারী।

ঘটনার পর ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার আলম সিদ্দিকি মজনুর রহমানকে ধরতে পরিকল্পনা তৈরি করেন।এরমধ্যেই জানা যায় যে মজনুর কেরলে লুকিয়ে আছে।তবে তিনমাস পর মজনুর নদীয়ায় তার বাড়িতে পৌছায়।খবর পেয়ে ডিডি এবং এসওজি টিম অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।


ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে ডিডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *