‘নতুন কৃষি বিল কৃষকদের জন্য নতুন জীবনদান’-দেবশ্রী চৌধুরী

শিলিগুড়ি, ৪ অক্টোবরঃ ‘নতুন কৃষি বিল কৃষকদের জন্য নতুন জীবনদান’-শিলিগুড়িতে বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরী।


তিনি বলেন, কেন্দ্র সরকার দীর্ঘদিন পর কৃষকদের অধিকারের স্বার্থে কৃষি বিল পাস করেছে।এরফলে কৃষকরা নিজেদের ইচ্ছে অনুযায়ী ফসল যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন।কৃষকরা এতে লাভবান হবেন এবং কোনো মধ্যস্থতাকারী থাকবে না।মধ্যস্থতাকারীদের বাঁচানোর জন্য বিরোধী দলগুলি কৃষি বিলের বিরোধিতা করছে।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একহাতে নেন তিনি।মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দেবশ্রী চৌধুরী বলেন, সিঙ্গুরে কৃষকদের জমিতে যখন টাটা কারখানা করতে চেয়েছিল সেইসময় মমতা ব্যানার্জি কৃষকদের অধিকারের জন্য লড়াই করেছিলেন।কিন্তু কৃষকদের স্বার্থে নতুন কৃষি বিল পাস হওয়ায় মমতা ব্যানার্জি এই বিলের বিরোধিতা করছেন।মুখ্যমন্ত্রী নতুন কৃষি বিলের বিরোধিতা করে বাংলার ৮৬ শতাংশ কৃষককে এই বিলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন।তিনি আরও বলেন, নতুন কৃষি বিল কৃষকদের জন্য নতুন জীবনদান।    


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *