রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর মন্তব্যের বিরোধিতায় সরব বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী

আলিপুরদুয়ার, ১৩ নভেম্বরঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।


রবিবার আলিপুরদুয়ারে আয়োজিত বিজেপির সাংগঠনিক কর্মীসভায় যোগ দেন সাংসদ দেবশ্রী চৌধুরী।সেখানে তিনি বলেন, তৃণমূল দলের দেশের রাষ্ট্রপতির প্রতি,দেশের প্রধানমন্ত্রীর প্রতি, দেশের সেনার প্রতি সামান্যতম সন্মানবোধ নেই।যে মন্ত্রী এমন কুরুচিকর মন্তব্য করেছে তাকে শীঘ্রই মন্ত্রীসভা থেকে সরিয়ে দেওয়া উচিত।যদি মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রীসভা না সরিয়ে তাকে মন্ত্রীসভায় রেখে দেয় তাহলে মনে করতে মমতা ব্যানার্জি জনজাতি বিরোধী, মহিলা বিরোধী।

এদিন সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রস্তুত ছিলাম কিন্ত আসন্ন ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে আমরা সর্বশক্তি দিয়ে ময়দানে নামবো।রাজ্যে বিজেপির ৭০ জন  বিধায়ক ও ১৬ জন সাংসদ সর্বশক্তি নিয়ে নামবো।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *