দিল্লিতে সোনা পাচারের পরিকল্পনা! ডিআরআই এর অভিযানে গ্রেফতার মহিলা

শিলিগুড়ি,২৭ আগস্টঃ ইন্দো-মায়ানমার বর্ডার থেকে শিলিগুড়ি হয়ে দিল্লিতে সোনা পাচারের পরিকল্পনা।ঘটনায় গ্রেফতার এক মহিলা।ধৃতের নাম বলজিন্দর কৌর।গুয়াহাটির অসমের বাসিন্দা ধৃত মহিলা।


গোপন সূত্রের মাধ্যমে ডিআরআই জানতে পারে যে রাজধানী এক্সপ্রেসে শিলিগুড়ি হয়ে সোনা পাচার হচ্ছে।সেইমতো অভিযানে নামে ডিআরআই।আমবাড়ি-ফালাকাটা রেল স্টেশনে বলজিন্দর কৌর নামে ওই মহিলার ব্যাগে তল্লাশি চালিয়ে ৬টি সোনার বিস্কুট উদ্ধার করে ডিআরআই।এরপর ধৃত মহিলাকে ডিআরআই দপ্তরে নিয়ে যাওয়া হয়।জিজ্ঞাসাবাদের দরুন সোনার কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি ওই মহিলা।শনিবার ধৃত মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

সরকারি আইনজীবী রতন বণিক জানান, বলজিন্দর কৌর নামে ওই মহিলার কাছ থেকে ৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।যার ওজন ৯৯৬ গ্রাম।যার আনুমানিক বাজার মূল্য ৫১ লক্ষ ২৪ হাজার ৪২০ টাকা।


অন্যদিকে ধৃত মহিলার আইনজীবী বলেন, ডিআরআই এর কাছে মহিলার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *