শিলিগুড়ি, ১১ সেপ্টেম্বরঃ ডেঙ্গি আক্রান্তদের বাড়িতে শিলিগুড়ি পুরনিগমের তরফে খাবার প্যাকেট ও ভিটামিন ট্যাবলেট দেওয়া হবে৷শহরে যেভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে আক্রান্তদের তাড়াতাড়ি সুস্থ করতে এমন উদ্যোগ নিলেন মেয়র গৌতম দেব।
বহু পরিবারের সদস্যরা ডেঙ্গিতে আক্রান্ত। খাবারের অসুবিধা রয়েছে। ফলে ডেঙ্গিতে অসুস্থ থাকাকালীন যাতে খাবারের অসুবিধা না হয় সেকারণে পুরনিগমের তরফে বাড়িগুলিতে পৌঁছানো হবে ফুড কিট।
ইতিমধ্যেই শহরের বেশকিছু ডেঙ্গিপ্রবণ ওয়ার্ডগুলিতে যাওয়া শুরু করেছেন মেয়র গৌতম দেব৷ পরিদর্শনে বেরিয়ে এক বাসিন্দার থেকে জানতে পারেন ডেঙ্গিতে অসুস্থ থাকাকালীন খাবারের অসুবিধা হয়। এরপরই আধিকারিক ও মেয়র পারিষদ দুলাল দত্তকে নির্দেশ দিয়েছেন ডেঙ্গি আক্রান্তের বাড়িতে ফুড কিট দিতে হবে। ফুড কিটে ডিম, শাক সবজি, ভিটামিন ট্যাবলেট রাখতে হবে।
মেয়র জানান, করোনার সময়েও বাড়ি গুলিতে ফুড কিট দেওয়া হয়েছিল। সেভাবেই ডেঙ্গি আক্রান্তদের বাড়িতেও ফুড কিট বিলি করা হবে৷রবিবার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র।ডেঙ্গি পরিস্থিতির খোঁজ নেন তিনি৷