ডেঙ্গি মোকাবিলায় পুরনিগমে বৈঠক মেয়র গৌতম দেবের

শিলিগুড়ি, ৭ মেঃ রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও প্রভাব বিস্তার করতে শুরু করেছে ডেঙ্গি।শিলিগুড়িতে বর্তমানে মোট ১২ জন ডেঙ্গিতে আক্রান্ত।তবে ডেঙ্গির প্রকোপ রুখতে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে শিলিগুড়ি পুরনিগম।


জানা গিয়েছে, ডেঙ্গি নিয়ে ইতিমধ্যে একাধিক বৈঠক করেছেন মেয়র গৌতম দেব।মঙ্গলবার জলপাইগুড়ির মহকুমাশাসক ও দার্জিলিং মহকুমাশাসকের ভার্চুয়াল উপস্থিতিতে ও পুরনিগমের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক সারেন তিনি।

বৈঠক শেষে মেয়র জানান, ডেঙ্গি কোনভাবেই বাড়তে দেওয়া যাবে না।আগাম প্রস্তুতি শুরু করেছি আমরা।পরিবেশের স্বার্থে আপাতত ফগিং মেসিন ব্যবহার করা হবে না।তবে সচেতনতামূলক প্রচার সহ ব্লিচিং পাউডার ছড়ানো,পরিষ্কার পরিচ্ছন্ন সহ সমস্ত কিছুর দিকেই নজর দেবে পুরনিগম।পাশাপাশি এই রোগের মোকাবিলায় শহরবাসীকে সমস্ত নিয়ম মেনে চলার আবেদন জানান মেয়র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Sitelercasibom girişdeneme bonusu