শিলিগুড়িতে ডেঙ্গি মোকাবিলায় প্রস্তুত পুরনিগম

শিলিগুড়ি, ২১ মেঃ শিলিগুড়িতে ডেঙ্গি মোকাবিলায় ময়দানে নেমেছে শিলিগুড়ি পুরনিগম।বাড়ানো হচ্ছে ভেক্টর কন্ট্রোল টিমের সংখ্যা।ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিলি করা হবে এবং পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করা হবে।এমনটাই জানালেন মেয়র গৌতক দেব।


জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করেন মেয়র গৌতম দেব।বৈঠকে ডেঙ্গি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, ডেঙ্গি নিয়ে সচেতন করতে বেশি করে শিবির, মাইকিং করা হবে।পাশাপাশি পথনাটিকার মধ্য দিয়ে মানুষকে সচেতন করা হবে।ভেক্টর কন্ট্রোল টিমের সংখ্যাও বাড়ানো হবে।শহর যাতে সম্পুর্নভাবে ডেঙ্গিমুক্ত হয় তার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।শহরের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে প্রতিটি ওয়ার্ডে মোট ৩০টি সুস্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে।তিনি আরও বলেন, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ৫ বছরের জন্য দেখাশোনা করার দায়িত্ব পুরনিগমকে দেওয়া হয়েছে।তার জন্য তৈরি হয়েছে কমিটি।স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ, দেখাশোনা ও পরিচালনা সবটাই করবে পুরনিগম।তাতে আর্থিকভাবে ক্রীড়া দপ্তর থেকে সাহায্য করা হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *